রাস্তা ( ( প্রম্পট২২)
রাস্তা ( ( প্রম্পট২২)
ফাঁকা রাস্তা দিয়ে খুব জোড়ে ছুটে চলেছে পলাশের গাড়ি । কোনো মানুষ নেই চারিদিকে, নেই কোনো যানবাহন । এ কোন পৃথিবী! খুব ভয় করতে লাগলো পলাশের । ফেরার যে আর পথ নেই ।
কাজ নেই, বাড়িতে অসুস্থ্য বাবা মা, বউ, বাচ্চা, তাই তো অভিজাত্য ভুলে যাত্রী নিয়ে ছুটে চলছে ও র গাড়ি।
চা বাগানের মধ্যে দিয়ে পাহারের গা বাবেয়ে রাস্তা এগিয়ে যাচ্ছে । আর সফল ব্যাবসায়ী
পলাশের আভিজাত্য ও একটু একটু করে খোশে পড়ছে ।