STORYMIRROR

Ankita Ghoshal

Abstract Romance

3  

Ankita Ghoshal

Abstract Romance

প্রতিযোগী

প্রতিযোগী

3 mins
382


অহনা আজ যেন একটু বেশি বদ্ধপরিকর। তাই আয়নার সামনে দাঁড়িয়ে বারবার পরখ করছে নিজেকে, ঝুলপির চুল থেকে কোমরের ভাঁজ সবেতেই যেন বেশি নজর দিচ্ছে আজ ও। শেষে গিরিশের প্রিয় সুগন্ধি মেখে খাটে গিয়ে বসলো গা এলিয়ে। গিরিশ, অহনার স্বামী, আজ ৮মাস হতে চললো ওদের বিয়ে হয়েছে। ৫ বছরের লং ডিসটেন্স রেলেশনশিপটা বিয়ের পিড়ি অবধি গড়ানোটা ওদের কাছে স্বপ্নের চেয়ে কম কিছু ছিলনা। কলকাতাতে ট্রান্সফার করানো থেকে শুরু করে ওদের হানিমুনের জন্য ৩ সপ্তাহের টানা ছুটি গ্রান্ট করানো, গিরিশ কমতি রাখেনি কিছুর। চিরকালের পড়ুয়া অহনাও higher স্টাডিজ থেকে ব্রেক নিলো নিজেদের সম্পর্ককে সময় দিতে। হিসাবটা ঘাঁটল মার্চে, দেশ জুড়ে করোনার প্রকোপ আর লকডাউনের পর। অহনার মনে আছে, লকডাউনের প্রথমদিকে সঞ্চিতার মেসেজটা, "কী! খুব মজা বল? বরের সাথে দিব্যি আছিস তো কোয়ারান্টিনে! ৫ টা বছর উসুল করে নে এবার!" কথাটা এখনও তীব্র ব্যাঙ্গের সুরে কানে বাজে ওর। বাড়ি থেকে কাজ করার দৌলতে যেটুকু দূরত্ব গিরিশের কাজ আর ওদের সংসারের মধ্যে ছিলো সেটা শুন্যে এসে ঠেকে এখন গ্রাস করছে ওদের সম্পর্ককে। অহনা প্রথমটা ভেবেছিলো গিরিশ হয়তো গুছিয়ে উঠতে সময় নেবে, হাজার হোক নতুন একটা অভ্যাস, একদিনে থিতু হয়? কিন্তু সেপ্টেম্বরের শেষ হতে চললো, গিরিশ আরো চাপে পড়ে গেছে জুলাইয়ে হওয়া কর্মী ছাঁটাইয়ের পর থেকে।

অহনা বোধহয় গিরিশকে শেষ নগ্ন দেখেছিলো কমোডে বসে থাকতে, আর অহনাকে গিরিশ? "মনে হয় ভেবেও দেখেনি ও....।" ভাবতে ভাবতে দেওয়ালে টাঙানো ওদের হানিমুনের ছবিটার দিকে তাকিয়ে দীর্ঘনিশ্বাস ফেললো অহনা। হাতের সামনে থাকা ফোনটা হাতে তুলে হেলান দিলো খাটে।

মিনিট দশেক পর গিরিশ ঘরে ঢুকলো। একমনে ফোন ঘাটতে থাকা অহনা দরজা খোলার শব্দ পেতেই আড় চোখে দেখে নিলো ওকে। কানের পাশ থেকে চুল সরাতে সরাতে ভাবতে লাগলো, কিভাবে রাতের শুরুটা বেশ আবেদনময়ী করা যায়। বুকের উপর থেকে আঁচলটা হালকা সরিয়ে অহনা আরেকবার তাকিয়ে দেখলো, গিরিশ ফোন চার্জে বসিয়ে খাটের দিকেই এগিয়ে আসছে। খাটে বসতেই একটা বড়ো হাঁফ ছাড়লো গিরিশ, কয়েক সেকেন্ড একপলক তাকিয়ে রইলো অনির্দিষ্ট ভাবে। যোগাযোগের আর উপায়ান্তর না দেখে অহনা এবার বলে উঠলো, "কী ভাবছো অত?" গিরিশ যেন হঠাৎ সম্বিত ফিরে পেল, "উমহ, হু? না, মানে ওই তেমন কিছু না, ওই প্রজেক্টটা নিয়ে ভাবছি একটু।"

-"পুজোর আগে ডেডলাইন বলছিলে না ওটার? হয়ে যাবে অত চিন্তা করোনা।"

-"হ্যাঁ, আশা করছি, এখন যাক।"

কথা শেষ হতেই চোখাচোখি হল ওদের, অহনা হাত বাড়িয়ে ধরলো গিরিশের হাতটা। মৃদু হেসে নরম স্বরে বলল, "এতো stressed হয়োনা।" ম্লান হাসি হেসে গিরিশ এগিয়ে এলো অনেকটা, নিজের ঠোঁট অহনার ঠোঁটে ডুবিয়ে কাছে টেনে নিল। তারপর আঁচল সরিয়ে মুখ রাখলো বুকের খাঁজে। অহনা চোখ বুজে মনের সুখে নিজের বহুদিনের হারানো অনুভূতির স্বাদ নিচ্ছে, সেই শিরদাঁড়া বেয়ে নেমে যাওয়া ঠান্ডা উত্তেজনা আজ অনেকদিন পর জানান দিচ্ছে নিজের। ও আরো শক্ত করে চেপে ধরলো গিরিশকে, কোমর থেকে ঘাড় অবধি হাত বোলালো মাঝ বরাবর। এমন সময় ঘুম জড়ানো গলায় শুনতে পেল অহনা, "বড্ড আরাম গো তোমার বুকের মাঝে।" অহনা কিছু বললো না আর, ওর অনেক আগেই ক্লান্তি জড়িয়ে নিয়েছে গিরিশ কে।




Rate this content
Log in

Similar bengali story from Abstract