প্রতিভার বিকাশ হবেই
প্রতিভার বিকাশ হবেই
ঝকঝকে মেমেন্টোটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল পয়মন্তী। রাতের অন্ধকার চিরে ছুটে চলেছে গাড়িটা। দৃশ্যপট পেছনে সরছে। পেছনে সরছে পুরোনো স্মৃতি। মনে পড়ছে বাবার দেওয়া সেই ডায়েরিটা , যাতে অনেক কবিতা লিখেছিল ও ।সেটা ওর সামনেই উনুনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে মা, "কবিতা লিখে পেট ভরে না বুঝলি। পড়াশোনা করতে হয়" । আসলে বাবাকে শাস্তি দিতেই এমন করত মা। বাবার কবিতা লেখা ভীষণ অপছন্দ ছিল মায়ের ।
গাড়িটা আচমকা ব্রেক কষতেই বর্তমানে ফেরে পয়মন্তী। পয়মন্তী দত্তের সবকটা বই আজ বেস্টসেলার। তুমি যদি আজ থাকতে, এগুলো দেখলে একটুও কি খুশি হতে না মা! খুব জানতে ইচ্ছে করে। প্রতিভাকে এভাবে চাপা দেওয়া যায় না, বাবা ঠিকই বলত।
