Sagnik Bandyopadhyay

Romance

5.0  

Sagnik Bandyopadhyay

Romance

প্রথম প্রেম

প্রথম প্রেম

2 mins
840


জীবন ও প্রেম একে অপরের পরিপূরক। প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ। প্রেম মানুষকে পূর্ণতা দেয়। আমার জীবনে প্রথম প্রেম পাড়ার মঞ্চের সাথে। এই প্রেমে এক আলাদা অনুভূতি আছে, যা আমাকে রোমাঞ্চিত করে। যখন আমি নাটক করতে পাড়ার মঞ্চে উঠি তখন আমার প্রেমিকা রূপী পাড়ার মঞ্চ তার সর্বস্ব দিয়ে স্বাগত জানাতে প্রস্তুত থাকে। নাটক করি খুব ছোটবেলা থেকে। আস্তে আস্তে যত বড় হয়েছি আমাদের পাড়ার মঞ্চের সাথে প্রেম তত প্রগাঢ়তর হয়েছে। যখন আমি একাডেমির মতো বড় মঞ্চতে নাটক করতে যাই, তখন আমার প্রেমিকার কি দুঃখ! সে দুঃখ পায় এই ভেবে যে তার কাছে আমি যদি আর না আসি। আমি যখন তাকে বলতে যাই," আমি একাডেমিতে নাটক করার সুযোগ পেয়েছি।" শুনে চমকে উঠে বলে," বাহ! ভালো করে অভিনয় করো।" কিন্তু আমি বুঝতে পারি সে কষ্ট পাচ্ছে। যখন আমি তারপরে এসে ওই অভিনয়টি আমার পাড়ার মঞ্চে করি তখন তার আনন্দের সীমা থাকে না

 তার আনন্দে আমিও আনন্দিত হয়ে উঠি। কিন্তু কালের কি পরিহাস! এখনকার কিছু মানুষ নাটক দেখতে পছন্দ করে না। আমি যাতে পাড়ার মঞ্চে আর নাটক না করি, তার জন্য পাড়ার ক্লাবের সদস্যরা নানা ভাবে আমাকে বাধা দিতে থাকে। ফলে আমার প্রেমিকার কাছে যাওয়া মুশকিল হয়ে ওঠে। আমি মনে মনে ঠিক করেছিলাম কেউ আমার সাথে আমার প্রেমিকার বিচ্ছেদ ঘটাতে পারবে না। আমি জোর করে আবার ঐ মঞ্চে নাটক করি। তখন আমার প্রেমিকার আনন্দের মধ্যে কোথায় একটা ভয় লুকিয়ে ছিল। আমি পরিষ্কার বুঝতে পারলাম এই ভয়ের কারণ এই ক্লাবের সদস্যদের নিয়ে। আমি তাকে বলি," আমি থাকতে তোমার ভয় কিসের? আমার শেষ নিশ্বাস পর্যন্ত তুমি আমারই থাকবে।"


Rate this content
Log in

Similar bengali story from Romance