Buy Books worth Rs 500/- & Get 1 Book Free! Click Here!
Buy Books worth Rs 500/- & Get 1 Book Free! Click Here!

anindita das

Romance Tragedy


3  

anindita das

Romance Tragedy


প্রথম প্রেম( শারদ সংখ্যা)

প্রথম প্রেম( শারদ সংখ্যা)

1 min 99 1 min 99


 মামাবাড়ি বেড়াতে গিয়ে প্রথমবার লুচি ভাজার সময় গরম তেল পড়ে ডানহাতে বড় ফোস্কা পড়ে যন্ত্রণায় সীমার হাল করুণ। বড়োমামার সাথে সীমা বাড়ি ফিরছে । ট্রেনের ভিড়ে বড়োমামা শংকিত সীমার ফোস্কা ফাটার ভয়ে!

    নিত্যযাত্রী সুভাষদা জ্বর গায়েও সীমাকে জায়গা ছেড়ে বসতে দিল। একই পাড়ায় থেকেও কখনো সুভাষদার সঙ্গে কথা বলেনি সীমা। উপলব্ধি হলো -মানুষটি বেশ!

    একান্তে সুভাষদাকে মনে করে শিহরিত হয় সীমা! প্রথম প্রেম কি এমনই হয়?

*****************************************

    সুভাষদার বৌভাতে নতুন বউকে সাজানোর দায়িত্ব পেয়েছে সীমা। বাবা হঠাৎ মারা যাবার পরে সীমা কনে সাজানোর কাজ করে। সুভাষদার বাড়ির সকলের ইচ্ছে ছিল আরো অভিজ্ঞ কাউকে দিয়ে বউ সাজানোর। কিন্তু সুভাষদার জোরাজুরিতে দায়িত্বটা সীমাই পেয়েছে। 

  সীমাকে মুখ ফুটে কখনো নিজের মনের কথাটা বলতেই পারেনি সুভাষ।তবে প্রথম প্রেমের জন্য এটুকু তো করাই যায়...!
Rate this content
Log in

More bengali story from anindita das

Similar bengali story from Romance