প্রথম আলাপ
প্রথম আলাপ


কলেজের নবীন বরণ অনুষ্ঠান।আকাশটা জোর মেঘলা।যেন অভিমানী,সকালে একবার ঝরে গেছে।
NBSTC বাসস্ট্যান্ড এ দাড়িয়ে, হঠাৎই আকাশের ভীষণ কান্না। আগেই একটু ভিজে গেছি বাস থেকে নামার সময়।
ছাতা সঙ্গে নিতে ভুলে গেছি বেমালুম। স্ট্যান্ড থেকে ২০০ মিটার পথের দূরত্ব কলেজ।কিন্তু এটুকু পথ যাবার একেবারেই জো নেই বৃষ্টি ভিজে। আর একটা বাস স্ট্যান্ড-এ এলো;হয়তো শেষ বাস যাত্রী,নামলো একজন। তাকালাম একবার,মুখটা স্বল্প চেনা। আমার কলেজেরই হয়তো! চুপচাপ দাড়িয়ে আছি।
হঠাৎ-"যাবি? তুই তো আমার কলেজেরই।"
হুম। কিন্তু ভিজে কি করে ছাতা সঙ্গে নেই তো।
"আমার ছাতায়,আয়"
একটু অস্বস্তি বোধ করলেও অগত্যা তার ছাতায় আশ্রয় নিলাম। এমনি করেই দুজনই মাথা বাঁচিয়ে কলেজের গেটে। ভিজে যে শালিক আমরা দুটিতে। তার হাল্কা সবুজ চুড়িদার বৃষ্টি ভিজে দারুন হয়ে ফুটে উঠেছে। আর আমি নীল শার্ট-এ। এই স্বল্প পথ দূরত্বে নাম জানা হয়নি।
বৃষ্টি থেমে গেছে পরে; আকাশ ঝলমলে রোদে ব্যস্ত নবীন বরণে। মাঝবেলায় দেখি সে চুল শুকাতে ব্যস্ত অনুষ্ঠান প্রাঙ্গন মাঠের এক কোণে। আলাপ;সেই প্রথম আলাপ ই যে কবে-ভালোবাসি ভালোবাসি।