প্রণাম লিও মেসি
প্রণাম লিও মেসি
বা পায়ের এক আলতো টোকায় বল জরালো জালে
উঠলো দুলে নীল সাদা ঢেউ যুদ্ধ জয়ের তালে।
যুদ্ধ তো নয় এ যে দেখি জাত চেনানোর লড়াই
নিন্দুকেরা সব ভুলে আজ করছে তোমার বড়াই।
ডিফেন্স চেড়া পাস দিয়েছে গোল করেছে মেসি
বিশ্বকাপে বাহাদুরি সবার থেকে বেশি।
মেসি মানেই পায়ের জাদু সবুজ ঘাসের ছন্দ
সর্বকালের সেরা তুমি নেই দ্বিধা আর দ্বন্দ্ব।
হরফ করে লিখছি আজি তথ্য কাগজ ঘেঁটে
আর কিছু নেই জেতার বাকি ট্রফির ক্যাবিনেটে।
সোনার বলে স্নেহের চুমু আবেগ মাখা ঢঙে
রাগিয়ে দিলে সবার হৃদয় নীল আর সাদা রঙে।
প্রচ্ছদে আজ তোমার ছবি ছন্দ ছড়ায় তুমি
প্রনাম নিও লিও মেসি চরণ তোমায় চুমি।
