পরিনীতা পর্ব ৩
পরিনীতা পর্ব ৩
পরিনীতা--" তুমি বললেই বাবা কথা বলবে । নইলে বাবা তো নিজের মনের কথা মনেই রেখে দেয়। আমাদের কাউকে বলে না। আর বাবা একটু অফেনডেড থাকে । তোমার যেটা ঠিক লাগে ।"
মধুরিমাদেবী ওয়াটস্যাপে একদিন সৌমেনবাবুকে ম্যসেজ পাঠান -- " কিরে,,,, শুনছি আজকাল তুই চুপ থাকিস খুব। তা কি হয়েছে বল ।"
সৌমেনবাবু -- " কার থেকে জেনেছিস?? আমার বউমার থেকে??"
মধুরিমাদেবী -- " দেখেছিস,, তোর সেই প্রশ্ন করার স্বভাব এখনও যায়নি । যখনই কেউ কিছু দিত,, খালি প্রশ্ন করতিস,,, কে দিয়েছে?? কেন দিয়েছে ।"
সৌমেনবাবু -- " তোর আজও মনে আছে ।"
এইভাবে প্রাই কথা বলতে বলতে,, একদিন দুজনেই ঠিক করেন দেখা করবে ।
প্রতি সপ্তাহে দুদিন বাইরে বেরিয়ে একটু ওনারা ধারে কাছে কোথাও ঘুরতেন ও কথা বলতেন এস আ ফ্রেন্ড।
কৌসিক পরিনীতাকে একদিন জিজ্ঞেস করে-- " বাবা প্রতি সপ্তাহে দুদিন করে দেখা করতে যায় কেন নিজের বান্ধবীর সাথে?? সপ্তাহে একদিন গেল ঠিক আছে । মহিলাটা আমাদের জীবনে ঢুকতে চাইছে । ভালো লাগছে না আমার ।"
পরিনীতা-- " আর এই কথাটাই যদি আমি তোমায় বলি। তুমি বাবার পার্সোনাল লাইফে ঢুকতে চাইছ।"
কৌসিক-- " মানে?? আমার বাবা....আমার অধিকার নেই জানার.....বাবা কি করছে,, কি করছে না। ফোনে কথা বলছে ঠিক আছে । অতো যাওয়ার কি দরকার???"
পরিনীতা -- " তাই যদি হয়,,, তাহলে তো বলতে হয়,, তুমি কি করছ.... কি করছ না....সেটা জানার অধিকার বাবার আছে । কই বাবা তো বলে না.. এটা কেন করছিস ওটা কেন করছিস ।
তুমি যখন আমায় প্রেম করেছিলে...... বাবা কি তোমায় বলতো.... আমার এটা পছন্দ নয়......করবি না??
বাবা কি করবে... কি করবে না.... তুমি কেন সেটা ঠিক করবে ?? তোমার যেটা ভালো লাগে.. সেটাই বাবা করতে পারে....আর তোমার যেটা ভালো লাগে না....সেটা করার অধিকার বাবার নেই....... বাবার মনে ইচ্ছে থাকলেও??
বাবা কি তোমার কথায় উঠবে বসবে???"
কৌসিক-- " পরিনীতা...... তুমি আমার পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করছ ।"
পরিনীতা-- " আমি মোটেই পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করছি না কৌসিক । আন্টির সাথে কথা বলে আমি সব জানতে পেরেছি। ওটাই তোমায় এখন বলবো। "
পরিনীতা...... মধুরিমাদেবীর সব কথা কৌসিককে বলে ।
সব শুনে কৌসিক একটু চুপ করেছিল।
পরিনীতা-- " আমি কলেজে কি করতাম আমার মনে নেই।
এতো বছর বাদেও আন্টি আর বাবা ঠিক ওইভাবেই গল্প করছে.... আর সবকিছু মনে আছে । তোমার কি মনে হয় না...........এটা ওনাদের ভালোবাসা??
শুধু একটা বিয়ে এসে ভালোবাসাটাকে ভেঙে দিয়েছিল ।
আজ যখন আবারও দেখা হয়েছে ওনাদের....... মনের মধ্যে তো প্রেমটাই ভাসছে। কিন্তু প্রকাশ করতে পারছেনা। বাবাকে কি বাকীটা জীবন যন্ত্রণা দেব বলো???"
কৌসিক-- " কিন্তু আমি আমার মায়ের জায়গায় অন্য কাউকে এক্সেপ্ট করতে পারবো না ।"
পরিনীতা-- " তোমাকে তো কেউ বলেনি..... আন্টিকে মা বলতে।
কিন্তু... তাই বলে তুমি ওনাদের ভালোবাসাটাই ছিনিয়ে নেবে ,, আজ যখন ঈশ্বর আবারও মিলিয়ে দিয়েছেন???"
কৌসিক-- " এক কাজ করোনা,, নিজের বাবাকে অন্য কারোর সাথে প্রেম করাও ।। "
পরিনীতা-- " কৌসিক behave yourself ।
আমার মা এখনও আছে ।
আমার সাথে অশান্তি করতে খবরদার আসবে না । আমি না থাকলে না........... তুমি কাঁদবে ।
কেন জানো????? আমিই খাবার করেদি.... আমিই পুরো বাড়ি সামলাই.... আমিই পাশে এসে দাঁড়াই,,, আর আমিই সবার শরীরের খেয়াল রাখি । কিন্তু আমি টিউশনিও করি । এই কাজটা না পারবেনা ।"
পরিনীতা খুব রেগে গিয়ে কিছুদিন কথা বলছিল না কৌসিকের সাথে । সেটা দেখে সৌমেনবাবু ফোনে মধুরিমাদেবীকে বলেন " আমরা সপ্তাহে একদিনই দেখা করব , আর ফোনে কথা বলবো ।"
পরিনীতা-- " এবার তোমার শান্তি হয়েছে কৌসিক??? তুমি যা ঠিক করবে,,, সেই মতেই তো বাবা চলবে । তাই না । বাবা দম দেওয়া পুতুল আর কি ।"
কৌসিক-- " পরিনীতা I am really sorry । এতো রেগে যেও না । আমি জানি সেদিন আমি তোমায় খুব বাজে কথা বলে ফেলেছি । তারপর আমি ভেবে দেখেছি আমারই ইতিহাস । কিন্তু আমি তো এটা মানতে পারছি না।
পরিনীতা I am really sorry। অন্য ঘরে চলে যেও না।"
পরিনীতা-- " sorry বল্লে আর হয়ে গেল,,, না। এটাই যদি আমি তোমার মা বেঁচে থাকা কালীন বলতাম,,, কি করতে???? চিল্লিয়ে শেষ করতে । আর আমি মেয়ে বলে সব সহ্য করব । না।
কৌসিক আমার হাত ছাড় ।
কৌসিক-- " না ছাড়ব না । তুমি আমার জীবন জানো। বলো কি করলে তোমার রাগ জাবে । তাই করবো ।"
পরিনীতা-- " তুমিও আমার ভালোবাসা,,, আমি কি কিছু চাইতে পারি?"
ক্রমশ প্রকাশ্য

