Tandra Majumder Nath

Romance

0  

Tandra Majumder Nath

Romance

প্রেম

প্রেম

1 min
547


---বাড়িতে কেউ আছেন?

আওয়াজ শুনে মুন্না ঘর থেকে বেড়িয়ে এলো।

---আরে নিকি যে? আয় ঘরে বোস।

বাব্বা এতদিন পর?

 আমি তো ভেবেছিলাম ভুলেই গেছিস।

--- প্রথম প্রেম ভুলি কি করে বল? হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে তুই আছিস যে। 

নিকির দু হাত ধরে মুন্না বললো---শুধু অনেকটা? তুই তো আমার সম্পূর্ণ হৃদয় জুড়ে আছিস রে পাগলি।

তা হঠাৎ কি মনে করে আজ আগমন শুনি।


বিয়ের কার্ডটা মুন্নার হাতে দিয়ে নিকি বললো--আগামী ১০ই মাঘ আমার বিয়ে তোর নেমন্তন্ন রইলো। 

-বিয়ে...? 

- হুম

-আর আমার কি হবে..?

-কি আবার হবে? তুই তো বলেছিস.. 

-কি.. বলেছি?

-আমরা দুজন ভালো বন্ধু। আমি নাকি তোর শুধুই প্রিয় বন্ধু

-আরে সেটা তো আমি....

মাঝপথেই থামিয়ে দেয় নিকি। চোখ ছলছল করে ওঠে তার।

-আজ থেকে না হয় আমরা বন্ধু হয়েই থাকি। জীবনে তো আর সাহস করে ঝুকি নিতে শিখলি না। আর আমার মনের কথাও বুঝলি না।

আমিই বোকা। তোর মায়াজালে পা দিয়েছিলাম।

-কি বলছিস...? কিসের মায়াজাল..?

-ওই যে প্রথমে বন্ধুত্বের হাতছানি। 

-তারপর...

-তারপর ধীরে ধীরে প্রিয় বন্ধু হয়ে ওঠা..

-তারপর....

-তারপর..তারপর...

-চোর একটা তুই... ডুকরে কেঁদে ওঠে নিকি।

-এই কি হোল...?

-আচ্ছা আসি।

বিয়েতে তোর আসা চাই কিন্তু। দৌড়ে বেড়িয়ে যেতে চায় ঘর ছেড়ে সে, কিন্তু..হঠাৎই নিকি বাধা পায় কারণ মুন্না নিকির হাত ধরে ফেলে আর নিমেষেই এক ঝটকায় কাছে টেনে নেয়।

জানালা দিয়ে কুয়াশা মেশানো ঠান্ডা হাওয়া ঘরে প্রবেশ করে আর মুন্না নিকির গোলাপি ওষ্ঠ প্রেমের পরশে উত্তপ্ত করে তোলে।


Rate this content
Log in

Similar bengali story from Romance