প্রাণনাথ
প্রাণনাথ


প্রাণনাথ।
আমি আছি হেথা,পরে আছে মন সেথা, তুমি আছো যেথা। তুমি মোর প্রাণনাথ।তোমার নির্দেশে হয় যে নিশি, প্রভাত। তোমার নিঃশ্বাসে বয় বাতাস,তাতেই আমি নিই শ্বাস।
হতে পারিনি রাধা, হতে পারিনি মীরা; তবু সঁপেছি মোর প্রাণ তোমার চরণ তলে। তুমি ছাড়া আমি মণিহারা ফনি,জল ছাড়া ফল্গু নদী। তুমি ছাড়া আমি স্থির বাতাস, শিখর ছাড়া পর্বত।
হে প্রাণনাথ তোমার চেতন সাগরে আমি এক ডুবো জাহাজ।তুমি ছাড়া আমি সাপের খোলস। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন বাজাও আমি তেমন বাজি। এই ভবসংসারে
তুমি ছাড়া সবই শূণ্য কঙ্কালসার, নেই কোন কিছুর পারমার্থিক মূল্য।
তুমি আছো মোর জীবনে, মরণে, শয়নে, সপনে, জাগরণে। চেতনার নাগপাশে বেঁধেছো মোরে বাহুডোরে।