প্রাণ সাগরে ঢেউ
প্রাণ সাগরে ঢেউ


প্রাণ সাগরে ঢেউ
প্রাণ সাগর বয়ে চলে জন্ম থেকে জন্মান্তরে। সেই সাগরে বেয়ে চলে মানুষ জীবন তোরী। সাগর ঢেউতে দুলতে দুলতে চলে তোরী কোন এক অজানা লক্ষ্যের দিকে এগিয়ে। কখন যে কোন তোরী ডুবে যাবে আগে থেকে বলা খুব কঠিন।
কোন মানুষ যখন দূর্ঘটনায় আকস্মিক প্রাণ হারিয়ে তার জীবন তোরী প্রাণ সাগরে ডুবিয়ে তখন তা আমাদের কাছে হয়ে মর্মান্তিক। কত দায়িত্ব, কর্তব্য সে পালন করতে পারতো সমাজে যদি বেঁচে থাকতো। তাই যে কোন ব্যক্তির আকস্মিক মৃত্যু তার পরিবারকে, সমাজকে বিহ্বল করে দেয়।
এটা,ঠিক দেশ ও দশের জন্য যার অবদান যত বেশি তার আকস্মিক মৃত্যু ততবেশি শোক বিহ্বল করে সমাজকে। কিন্তু, জন্ম-মৃত্যু কোনটার ক্ষেত্রেই আমাদের কোন হাত থাকে না। আমরা কেউ নচিকেতা হতে পারি না যে সেখানে গিয়ে ফিরে আসবো আবার আত্মীয় স্বজনের কাছে। তাই, আকস্মিক মৃত্যুর শোক নিয়ে আমাদের চলতে হয় জীবনে।