ফেরা
ফেরা


অজয় শোবার ঘরে খুব আস্তে আস্তে ঢুকলো, সকাল হয়ে আসছে. বাবু অঘোরে ঘুমোছে. পরম যত্নে ওর কপালে হাত রাখলো অজয় অনেকদিন পর.
হঠাৎ পাশে শুয়ে থাকা মনীষার ঘুম ভেঙ্গে গেলো.. অজয়কে দেখে চমকে গিয়ে সে বললো - তুমি? তুমি এখানে? কিন্তু দুদিন আগেই যে হাসপাতাল বললো তোমার শরীর ভালো নয়?
অজয় শুধু বললো ২ দিন অনেক বড়ো সময় গো..
মনীষা এবার রেগে গিয়ে বললো.. আচ্ছা তোমার কি কোনো কান্ডজ্ঞান নেই? এই করোনা থেকে বেঁচে ফিরলে এখনই ছেলের গায়ে হাত দিচ্ছ? কাজ কাজ করে নিজে মরছ মরো, আমাদের সর্বনাশ করছ কেন? আমাদের রেহাই দাও না.
অজয় মৃদু হেসে বললো - চিন্তা করো না আমার ছোয়ায় বাবুর কিছু হবে না.
মনীষা আরো অনেক কিছু বলতে যাচ্ছিলো কিন্তু হঠাৎ মোবাইলটা বেজে উঠলো - হ্যালো ম্যাডাম হাসপাতাল থেকে বলছি..একটা ব্যাড নিউস আছে .. আজ ভোর ৫ টা আপনার স্বামী মারা গেছেন.. হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়েছিল খুব .. "We are sorry"....
বাকি কথাগুলো শুনতে পেলো না মনীষা.. শুধু শুনতে পেলো বাবু ঘুমের ঘোরে বলছে "বাপি Bye....". ঠিক যেমন অজয় ব্যাঙ্ক এ যাবার সময় ও রোজ সকালে বলতো.