পাগলামি
পাগলামি


শান্তশিষ্ট , বাগানের মালি পাঁচুর বাড়ী থেকে দুপুরে বেশ কয়েকটি পুরনো ও নতুন কঙ্কাল বেরোলো, সাথে সেই সব কঙ্কালের কড়ি আঙুল। পাড়া প্রতিবেশী অবাক ও ভীত। দুপুরে নিজেদের নিয়ে ব্যস্ত পৃথিবী এত বোল্ড অধ্যায় সাধারণত নিতে পারে না।
পাড়ার ভিতর দিয়ে এরকম সাংঘাতিক মানসিক রোগী ও এগেটোফিলিক পাঁচু কে নিয়ে যাবার সময় ওর ওই খৈনি খেকো লাল দাঁতের সস্তা হাসি আর বুক বাজিয়ে করা পাপের দেখনদারী দেখে প্রত্যেকের গা শিউরে উঠলো।
সব থেকে ভয়াল হাসি হেসেছিল পাঁচু জিপে ওঠার সময় লেডি কনস্টেবল কে দেখে। যেন সে অতি ফালতু।লেডি কনস্টেবল বুঝেছিল কি সেই হাসির মাহাত্য, জেল ভেঙে দুদিন পর পাঁচু গিয়ে হত্যা করে সবার প্রথমে সেই কনস্টেবল কে, ও তার কড়ি আঙ্গুল কেটে নিয়ে যায় নিজের কাজের স্মারক হিসেবে।