নতুন_অবয়ব:-
নতুন_অবয়ব:-


সমুদ্র সৈকত ধরে হেঁটে চলছে শতরূপা,ক্যামেরায় শতরূপার ভিডিও
রেকর্ড করছে অনুশ্রী,অনুশ্রী শতরূপার অভিন্ন হৃদয় বান্ধবী।শতরূপা ছিল স্বনামধন্যা মডেল,কিন্তু ওইদিন যখন ব্যাপারটা জানাজানি হয়ে গেলো যে শতরূপা ক্যান্সারে আক্রান্ত সেদিন থেকেই তার প্রাপ্য হয়ে গেলো করুনার নজর আর হতাশার দরুন মডেলিং-ফার্ম থেকে বহিষ্কৃত হয়ে গেলো শতরূপা।
********************
"জলের মধ্যে হাত রেখে খেলা কর"নির্দেশ ভিডিও-ডিরেক্টর অনুশ্রীর।শতরূপা এখন ট্র্যাভেল ব্লগার,আর অনুশ্রী রেকর্ড করে শতরূপার ট্রেভেল ভিডিওগুলো।আজ সেই পুরাতন কর্মস্থানে ডাক পড়েছে শতরূপার ট্র্যাভেল-ব্লগিং নিয়ে কিছু কথা বলার জন্য উঠতি মডেলদেরকে।ভিডিও বানাচ্ছে অনুশ্রী আর কেমোথেরাপির পর কেশ-বিহীন মাথায় নতুন সাজে সমুদ্র-সৈকত ধরে হেঁটে আসছে শতরূপা পুরনো কর্মস্থানে নিজের নতুন পরিচয় দিতে।