মুক্তির পথে:-
মুক্তির পথে:-
"বন্ধ করো এসব",চেঁচিয়ে বললো ঐশী। ঐশীর পিসিমা,কাকা সকলেই ক্রুরদৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন,"তুই সেদিনের মেয়ে তুই কি জানিস শাস্ত্র সম্বন্ধে?তোর কথামত চলবে নাকি? শাস্ত্র মেনেই শ্রাদ্ধ আর ব্রাহ্মণ-ভোজন হবে আমাদের ভাইয়ের।তোর বাবার আত্মার মুক্তি ওইসব কাঙ্গালী ভোজন ফোজন করিয়ে হবে না ঐশী..."।
*********************
"অনাসৃষ্টি হয়ে গেছে গো অনাসৃষ্টি",তীব্র চিৎকারে শ্রাদ্ধ বাড়িতে হৈচৈ।সকলে দৌড়ে গিয়ে দেখলেন যেখানে সামিয়ানা টাঙিয়ে ব্রাহ্মণ-ভোজনের আয়োজন করা হয়েছে সেখান খাদ্যদ্রব্য অবশিষ্ট নেই।ঐশী তার সহপাঠীদের সাহায্যে খাবার সমূহ পরিবেশন করে খাওয়াচ্ছে নর নারায়ণ কাঙ্গালীদের। সকলের দিকে চেয়ে ঐশী বললো,"আমার বাবার আত্মার শান্তি এবং মুক্তি তখুনি হবে যখন ভন্ড বিধান দেওয়া পয়সালোভী ব্রাহ্মণের নয়,পেট ভরবে এই দরিদ্র নারায়ণ দের..."।