মুক্ত:-
মুক্ত:-


আজ মুক্তির স্বাদ পেলো তমাশা। এই মুক্তির স্বাদের জন্য যে সে মুখিয়ে ছিলো। হবে নাই বা কেনো? ওইদিন যখন পাড়ার গুন্ডা সন্তু তমাশার দিকে বিশ্রী ইঙ্গিত করেছিল তখনই তো তমাশার মাথায় আগুন ধরে গিয়েছিল। কিন্তু বাড়ি এসে বলার পড়ে বাড়িতে মা কিংবা বড়ো দাদা কেউই তমাশার পক্ষে কথা বলেনি। উল্টে তমাশাকে সহ্য করে নিতে বলেছিল। কিন্তু না তমসা পারেনি, সেদিন যখন সান্তু তার হাত ধরার জন্য উদ্যত হয়েছিলো তখনই পাশের সবজির দোকানির ঠেলা থেকে কাটারিটা নিয়ে মুহূর্তে কোপ বসিয়েছিল সন্তুর হাতে।
হ্যাঁ, পুলিশের কাছে গিয়েছিল কেসটা, কিন্তু পুলিশ অধিকারী বলেছিল সন্তুর মত গুন্ডা কে উপযুক্ত শাস্তি দিয়েছে তাই তোমার শাস্তি রদ করে কেস বন্ধ করছি। তমসা এখন মুক্ত।