বৃষ্টিস্নাতা 🌧️

Tragedy Classics

4.7  

বৃষ্টিস্নাতা 🌧️

Tragedy Classics

মিলন হবে কত দিনে...🍂

মিলন হবে কত দিনে...🍂

2 mins
389


~ •কলমে #ছদ্মনামে 'বৃষ্টিস্নাতা' 🌧️


"এই আকাশ..."

"বল..."

"ঐদিকটায় চল। নদীতে সূর্যাস্ত দারুন লাগে। চল না চল না...", আকাশের হাত ধরে টান দেয় নদী। আকাশ আর নদী একে ওপরের খুব প্রিয় বন্ধু। আকাশ পর হাত ধরে এগোতে এগোতে হেসে বলে,"আরে যাচ্ছি রে বাবা..."


দুজনে গিয়ে দাঁড়ায় নদীর ধারে। নদী আকাশের কাঁধে মাথা রেখে তাকিয়ে থাকে সেদিকে। আকাশ ওর হাতটা নিজের হাতের মধ্যে জড়িয়ে আবেগী কণ্ঠে বলে ওঠে, "নদীর ওপরের আকাশটাও নদীর সমান বড় আকাশের সঙ্গে নদীর এ যেন সমান সমান প্ৰেম। এই প্রেমের মাঝে বিন্দুমাত্র সন্দেহ নেই..."


নদী চকিতে তাকায় আকাশের দিকে। ওর চোখে কিছু প্রশ্ন ধরা পড়ছে। আকাশ নদীর দিকে তাকিয়ে বলে ওঠে,"তুইও আমায় সেরকম ভালোবাসার সুযোগ দিবি রে? ভীষণ ভালোবাসি তোকে..."


নদীর দুচোখে বাষ্পরা ভীড় জমায়, "এই নদীও তার আকাশকে খুব ভালোবাসে রে..."

"থাকবি তো সারাজীবন আমার পাশে?"

"সারাজীবন থাকবো..." 


...


আকাশ একদৃষ্টে তাকিয়ে আছে সামনের দিকে। বিস্তৃত নদীতীর, কল্লোলিত নদী, স্বৰ্গীয় আভায় রঞ্জিত আকাশ— এই শোভা, এই অপরূপ রূপের মাধুরী দেখে চোখের তৃষ্ণা যেন মেটে না। অস্তগামী সূর্যের লাল টিপ কপালে পরে পৃথিবী যেন এখন নববধূর মতো সাজে। সূর্য যেন কান পেতে শুনছে পৃথিবীর গোপন বিষাদের সুর। কিন্তু ওর বিষাদ শুনবে কে?


আকাশ দেখে...নদী আর আকাশ যেন মিশে গেছে দিগন্তরেখায়। একটা আলগা হাতের স্পর্শ অনুভব করে আকাশ। দুই চোখ আপনা থেকেই মুদিত হয়ে যায়। একটা মিষ্টি সুর যেন ওর কানের কাছে এসে বলে যায়, "দূরে ঐ যে দিগন্তরেখায় আকাশ-নদীর মিলন, আসলে ওটা যে দৃষ্টিভ্রম, দূরত্ব সমান্তরাল। বাস্তবে যে নদী আর আকাশ কখনোই এক হয়ে পারে না। তবে ওই দিগন্তরেখার কল্পনাতেই যে তাদের মিলন ঘটে। তেমনি এই নদীও কল্পনাতেই সারাজীবন তার আকাশের পাশে থাকবে...."


আকাশের চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য। রাস্তা পেরোতে গিয়ে কিভাবে লরি এসে ধাক্কা মেরেছিল নদীকে! সামনে উপস্থিত থেকেও সেদিন কিচ্ছু করতে পারেনি আকাশ।


দূর থেকে ভেসে আসে বাউলের গান.....

"মিলন হবে কত দিনে...

ও মিলন হবে কত দিনে ।

আমার মনের মানুষেরও সনে

আমার মনের মানুষেরও সনে....."


©বৃষ্টিস্নাতা 


(সবাই জানাবেন কেমন লাগলো... !🤍) 



Rate this content
Log in

Similar bengali story from Tragedy