ভালোবাসেনা?
ভালোবাসেনা?
"শরীর কেমন আছে , তন্নী ? আর জ্বর এসেছিলো?", মেসেজ টাইপ করে আদিত্য।
তন্নী ওর ভালোবাসা। বলা যায় দুরত্বের ভালোবাসা। কদিন ধরেই জ্বর মেয়েটার। বেশ কিছুক্ষন পরে reply আসে ,"হ্যাঁ , এখন অনেকটা ভালো আছি। আর জ্বর আসেনি গো।"
মেসেজটা দেখে একটু স্বস্তির নিঃশ্বাস নেয় আদি। লেখে ,"ভালো। কিন্তু জ্বর ভালো হয়ে গেছে বলেই আবার অনিয়ম শুরু করবেনা না।"
ওপাশ থেকে রিপ্লাই আসে।
" হ্যাঁ গো। সব কথা শুনবো। "
আদি টাইপ করে ,
" এই তো। গুড গার্ল। "
ওপাশ থেকে তন্নী লেখে ,
" আজ তো আমার জ্বর ভালো হয়ে গেছে। তাহলে আজ রাত জেগে গল্প করাই যায় হ্যাঁ। "
" একদম না। এখনও তিনদিন রেস্ট নেবে তুমি। পুরোপুরি সুস্থ হবে তারপর সব। "
" না। আজই রাতে গল্প হবে। এট্টু। "
" আচ্ছা। বেশ। "
" থ্যাংকু থ্যাংকু। কী মজা ! "
" বেশি মজা নয়। সাড়ে দশটা পর্যন্ত। "
" কিইইইইইইই!! ওটা রাত নাকি! অন্তত বারোটা। "
" একদম না। সাড়ে দশটা মানে সাড়ে দশটা। তুমি এখনও সুস্থ হওনি , তন্নী। "
" ধুর ! খুব বাজে তুমি। একটুও ভালোবাসোনা আমায়। "
আদিত্য তন্নীকে একদম ভালোবাসেনা। তাই না ?

