Obaidur Rahaman

Tragedy

5  

Obaidur Rahaman

Tragedy

মেজদা *** part 3🏀

মেজদা *** part 3🏀

1 min
498


 বর্ষাকালে মাঠে ধানের চাষ করতে অনেক খরচ। টাকা জমিয়ে রাখা নাই তাই রশিদ আলি শখের গাইটি কে বেচে দিতে চাই। শনিবার মানিকগঞ্জে হাট বসে। সেখানে গাই বাছুর বেচে দেবে। ছোটো ভাই খবর পেয়ে ঔষধের বকেয়া টাকার দরুন গাই বাছুর কিনে নিতে চাই। রাকিব বলে " মেজদা , ঘরের জিনিস বাইরে বেচে লাভ কি । ঔষধের বকেয়া টাকা গাইটার দামের চাইতে বেশি । বলি কি আপনি গাই টি আমাকে বেচিয়া দিন" এই কথা শুনে মনে খুব দুঃখ পায় রশিদ আলি। ধান চাষের জন্য বাধ্য হয়ে গাই বেচিয়া টাকা জোগাড় করিতে হচ্ছে, ছোট ভাই এই বিপদের সময় ঔষধের বকেয়া টাকার জন্য গাইটি চেয়ে বসলে। এবারে কি করে ধান চাষ করিবে। 


 রশিদ আলি রেগে গিয়ে বলিলো "তোর বকেয়া টাকা মিটিয়ে দেব, গাই হাটে বেচে আসি"। গাই বেচিয়া বকেয়া টাকা পরিশোধ করিলো। সেবার রশিদ আলি কোনো মতে ধান পোতে, কিন্তু ধানে সার দিতে পারেনি। গ্রাম এর সবাই গালাগালি দিত ধান খুব খারাপ বলে। আসলে কথাই আছে, 'অভাবে স্বভাব নষ্ট'। 

 মেজদার অভাবের সংসার, কে কত সাহায্য করিবে। দু বেলা ঠিক ভাবে খাবার জোটে না। সারা বছর ঔষধ লাগে। এত টাকা পাবে কোথায়। আপনজন অনেক আছে তবে বিপদ, ও অভাবের সময় কেউ আসেনা। 



Rate this content
Log in

Similar bengali story from Tragedy