STORYMIRROR

Mitali Chakraborty

Inspirational

1  

Mitali Chakraborty

Inspirational

মধ্যবিত্ত:-

মধ্যবিত্ত:-

1 min
540

"তোর বাবার চোখের ওষুধ টা ফুরিয়ে গেছে রে বাবু, আবার চোখের ডাক্তারের কাছেও যাওয়ার ছিল..."

"হ্যাঁ মা,বলেছিলে তো কাল,আমি আজই দেখছি কি করতে পারি..."

খাওয়ার টেবিলে বসে কথা হচ্ছিল অভিরূপ আর বাসন্তী দেবীর মধ্যে।গৌতম এই সবে কলেজ পাশ করে চাকরির চেষ্টায় জুটেছে, ৪/৫ টা টিউশন আর বাবার পেনশনেই সংসার টা টিকে আছে।

অভিরূপ খাওয়া সেরে বেরোতে যাবে দেখলো তার বোন অদিতি গেটের কাছে দাঁড়িয়ে। অভিরূপ কে ডেকে বললো,"দাদা একটা কথা ছিল।" অভিরূপ আশ্চর্য হয়ে বললো,"কি কথা বোনু?"

অদিতি বললো, "দাদা এই নে ৫০০ টাকা, কাল পাড়ার এক বৌদি কে মেহেন্দি পরিয়ে সান্মানিক পেয়েছি, বাবার চোখের ওষুধ টা কেনা হয়ে যাবে"।

অভিরূপ অস্ফুটে কিছু একটা বলে বোনের মাথায় হাত রাখলো। 

সত্যি, মধ্যবিত্ত পরিবারে শুধু ছেলেরা নয় মেয়েরাও সংসারের হাল ধরতে বদ্ধ পরিকর হয়...


Rate this content
Log in

Similar bengali story from Inspirational