লকডাউনের দিনলিপি-
লকডাউনের দিনলিপি-
Dear Diary
২৬ শে মার্চ
আজ অফিস যাওয়ার দ্বিতীয় দিন ছিল। সকালে "Essential services" লেখা গাড়িতে যখন যাচ্ছিলাম বাইপাস ধরে, বাঁদিকে ৪২ এর টাওয়ারটা স্পষ্ট দেখা যাচ্ছিল। শেষ কবে এত পরিস্কার দেখেছিলাম মনে নেই। গাড়ি গুটিকয়েক। মানুষও হাতে গোনা। সবাই হয়তো "জরুরী পরিষেবা" ই। আধঘন্টার পথ আজ ১০মিনিটে। 'করোনা'র দৌলতে।কাজ শেষে বাড়ির পথ ধরলাম যখন তখন পাখিরা বাসায় ফিরছে। আমার শহরের আকাশে তখন অসংখ্য তারা। রাত জাগবে সবাই। নিয়ন আলো মেখে বাড়ি ফিরলাম।