লজ্জা
লজ্জা


পার্ক স্ট্রিটের এক চাইনিজ রেস্টুরেন্টে তখন রাত 9টা ।
-- ওই দ্যাখো,কারা যেন মেয়েটিকে জোর করে গাড়িতে তুলছে !
-- ওঃ নোঃ! 1091 নম্বরে ফোন করো জলদি।
-- ফালতু ঝামেলায় না পরে তোমার আইডিয়াল ওয়াইফের দিকে তাকাও, ডার্লিং...
-- স্টুপিড, তুমি না একটা নারী !
-- তার চেয়ে চলো পথে নামি।
-- হ্যাঁ, কাল বিকেলে। মোমবাতির মিছিলে !
পর দিন মেয়েটার লাশ পাওয়ার পরে চমকে উঠেছিল সেই চাইনিজ রেস্টুরেন্টে থাকা হালফিলের মেয়েটি, কারণ রাতের লোভের শিকার হয়েছিল যে, সেই ছিলো তাদেরই একমাত্র কন্যা সন্তান মিমি...