STORYMIRROR

Anirban Das

Abstract

4  

Anirban Das

Abstract

লজ্জা

লজ্জা

1 min
787


পার্ক স্ট্রিটের এক চাইনিজ রেস্টুরেন্টে তখন রাত 9টা ।

-- ওই দ্যাখো,কারা যেন মেয়েটিকে জোর করে গাড়িতে তুলছে !

-- ওঃ নোঃ! 1091 নম্বরে ফোন করো জলদি।

-- ফালতু ঝামেলায় না পরে তোমার আইডিয়াল ওয়াইফের দিকে তাকাও, ডার্লিং... 

-- স্টুপিড, তুমি না একটা নারী ! 

-- তার চেয়ে চলো পথে নামি।

-- হ্যাঁ, কাল বিকেলে। মোমবাতির মিছিলে !

পর দিন মেয়েটার লাশ পাওয়ার পরে চমকে উঠেছিল সেই চাইনিজ রেস্টুরেন্টে থাকা হালফিলের মেয়েটি, কারণ রাতের লোভের শিকার হয়েছিল যে, সেই ছিলো তাদেরই একমাত্র কন্যা সন্তান মিমি...


Rate this content
Log in

Similar bengali story from Abstract