লাশ খেকো দানব
লাশ খেকো দানব
দিনটি ছিল বর্ষাকাল । চারিদিকে পানি থই থই করছিলো । লতিফ ও তার ছেলে কানাই দু জনে থিক করলো মাছ সিকারে বের হবে । বাপ বেতা দুই জনে মিলে একটি ছোট ডিঙ্গি নৌকা নিয়ে বেরিয়ে পড়ল মাছ শিকারে । কিছুদুর যাওয়ার পর তারা অনেক মাছ ধরল । একসময় তারা নদীর গভীরে এসে পড়ল। ছেলে বলল বাবা চল বারি জাই কিন্তু লতিফ বলল এখন না আর এক্তু পর যাব। কিছুদুর যাওয়ার পর তারা দেখল হুজুর এর মত দেখতে ইয়েয়া বড়ো লম্বা সাদা পাঞ্জাবি পরা দুইজন লক তাদের ডাকছে । তারা নদীর অইপারে কবরস্থানে যাবে । অইখানে তাদের অনেক কাজ আছে , তাদের কে নামিয়ে দেয়ার সময় লম্বা লোকটা লতিফকে বলল , আজ কবরস্থানে জাস না জেন । কিন্তু লতিফ মাঝি সে কথা সুনল না। সে গেলো এবং জা দেখল তা দেখে সে বরফের মত জমে গেলো ভয়ে। সে দেখল ২ জন ভুত কবর থেকে লাশ তুলে খাচ্ছে । একসময় একটা লাশ এর একটা তাজা রক্তমাখা পা নৌকায় ছুরে মারল । জা দেখে কানাই সাথে সাথে অজ্ঞান হল । লতিফ বাসায় এসে কাওকে কিছু না বলে সুয়ে পড়ল। সকালে বাপ ছেলেকে মৃত অবস্থায় পাওয়া যায় ।

