লাফিয়ে পড়ে জীবন ফেরতঃ
লাফিয়ে পড়ে জীবন ফেরতঃ
সেদিন ছিলো বুধবার। আমি সপ্তম শ্রেণিতে পড়তাম। ক্লাস শেষে আব্বুকে বললাম,চলো শহরে যাবো। আব্বু- বল্লো কেন? বল্লাম - কিছু কাপড় কিনবো। আব্বু- বল্লো ঠিক আছে। রওয়ানা দিলাম। বাসে উঠলা। বাস যথারীতি যাত্রা শুরু করে দিলো। মাঝ রাস্তায় হঠাৎ আমাদের বাস খাদের কিনারায় পড়তে লাগলো আমি আর আব্বু জানালা দিয়ে লাফিয়ে পড়লাম।