Ruhul Amin Rupom

Abstract

0  

Ruhul Amin Rupom

Abstract

লাফিয়ে পড়ে জীবন ফেরতঃ

লাফিয়ে পড়ে জীবন ফেরতঃ

1 min
717


সেদিন ছিলো বুধবার। আমি সপ্তম শ্রেণিতে পড়তাম। ক্লাস শেষে আব্বুকে বললাম,চলো শহরে যাবো। আব্বু- বল্লো কেন? বল্লাম - কিছু কাপড় কিনবো। আব্বু- বল্লো ঠিক আছে। রওয়ানা দিলাম। বাসে উঠলা। বাস যথারীতি যাত্রা শুরু করে দিলো। মাঝ রাস্তায় হঠাৎ আমাদের বাস খাদের কিনারায় পড়তে লাগলো আমি আর আব্বু জানালা দিয়ে লাফিয়ে পড়লাম।


Rate this content
Log in

Similar bengali story from Abstract