অনবদ্য নারী শক্তি
অনবদ্য নারী শক্তি
সেদিন ঘুরতে গিয়েছিলাম শহরে। শহরের ঐ কোনটাতে একটা পুকুর ছিল। তার পাশে একটা নাবালক শিশু খেলা করতেছিলো হঠাৎ সে পানিতে পড়ে যায়, তীরবর্তী অনেক পুরুষ বালক ছিলো এমনকি মোটামুটি বয়স্ক। কিন্তু কেউ ডুবন্ত প্রায় শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে যাচ্ছেনা। আর যাবেই বা কি করে কেউ সাতার জানেনা। পাশে একটা মহিলা যাচ্ছে মাথায় তার ফেরি। বিভিন্ন প্রসাধনী বিক্রি করে। হঠাৎ তার দৃষ্টিগোচর হয় ডুবন্ত প্রায় শিশুটির উপর। মাথায় ঝাকা ছেড়ে এক লাফে পুকুরে ঝাপ দিলো। শেষ সময়ে হলেও শিশু টিকে প্রাণে বাচাতে সক্ষম হলো। সবাই প্রশংসার বাণী শুনিয়ে দিলেন। মেয়েটি বললো- ভাইয়েরা আমি গ্রাম্য মেয়ে সাতার জানি। আজ এই নারীই কিন্তু শিশুকে বাচাতে সক্ষম হলো। আপনারা কিন্তু পারলেন না। মনে মনে খুব রাগ হলো পুরুষ জাতির উপর। তবে নারীশক্তির জয়গান করতে সামান্যতম ভুল হয়নি। অভিবাদন জানালাম সেই ফেরিওয়ালা মহিলাকে।