STORYMIRROR

Nityananda Banerjee

Inspirational Others

4  

Nityananda Banerjee

Inspirational Others

কবি জয় গোস্বামী

কবি জয় গোস্বামী

1 min
378

যে ছেলেটির আকাশের মত মন ;

দুই চোখে যার সাত সাগরের জল,

যে ছেলেটি খোঁজে নির্জন বন ;

তাকে নিয়ে সবে কেন হয় চঞ্চল ?


আমি হতে চাই ঠিক তারি মত ;

লেখার নেশায় ডুব দিতে চাই,

নজরুল,রবি,শরত এখন গত ;

জয়, রুদ্র, যেন গৌর নিতাই ।


জয় পরাজয় বিজয়ের যত গল্প;

শুনেছি অনেক; পড়েছি মন দিয়ে,

সহজ সরল লেখা তো নয় অল্প ;

মন যা' চায় ; লিখব তাই নিয়ে ।


তুমি বিজয়ী , আমি পরাজয় গ্লানি;

হাতের নাগালে যেটুক পৃথ্বি পাই,

তোমাকেই আমি নায়ক বলে মানি ;

তোমার লেখনী যাদুঘরে পাক ঠাঁই।


হাজার জন্ম কোন সুকৃতি ফলে ;

পেয়েছি তোমায় হৃদয় তন্ত্রী মাঝে,

হে গোস্বামী তুমিই জয়ের দলে ;

নাম লিখিয়েছ এই বঙ্গ সমাজে ।



Rate this content
Log in

Similar bengali story from Inspirational