কাঁটা দিয়ে কাঁটা তোলা:-
কাঁটা দিয়ে কাঁটা তোলা:-


ইইইয়াক্.. আমি খাই না এইসব পেঁপে সেদ্ধ, ঢেপে সেদ্ধ।
- এমনি করে না বাবুই। দাদু বলেছে না খেতে, পেটের জন্যে পেঁপে খাওয়া খুব...
আমার কথা শেষ করতে না দিয়েই বাবুই বলে উঠলো
- রাখো তো মামণি, তুমি আর তোমার পেঁপে, এসব কি মানুষে খায়?
সেদিন বিকেলে
- বাবুই, এই নে সোনা হোমমেড ওভেনফ্রেশ পিৎজা পেঁপেরোজারিনা।
- ইয়িপ্পি.... পিৎজা..... মামণি, আই লাভ ইউ...
পিৎজার লোভ যে বড় লোভ! তা সে পেঁপে দেওয়াই হউক আর চিকেন কিমা দেওয়া। তবে কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়ে গেছে, বাবুই পেঁপে দেওয়া পিৎজা উপভোগ করুক, আমি নাহয় আপনাদের পেঁপেরোজারিনার রেসিপি টা কানেকানে বলে দি...