জয়:-
জয়:-


-কিরে আমরা তো কাল রওনা হয়ে যাচ্ছি কটকের জন্য, তুই কি করবি?
প্রশ্ন করলো নিত্যানন্দ মোহান্তী তার সহকর্মী সুধীরকে। এরা দুজনেই ভুবনেশ্বরের একটি সুলভ শৌচালয়ে কাজ করেন। একটু হেসে সুধীর জবাব দিলো,
- আমি যাচ্ছি না দাদা।
- কেনো? তোর বুঝি করোনা ভাইরাস নিয়ে ভয় নেই?
- ভয় আছে দাদা। কিন্তু কি বলোতো, এক এক করে আমরা যদি চলে যাই তাহলে রাস্তায় যারা পুরুষ তথা মহিলা পুলিশকর্মীরা সকলের সুরক্ষার জন্য টহলরত আছেন তারা দরকারে কোথায় যাবেন প্রকৃতির ডাকে? তাই বলি কি দাদা আমি এখানে থেকে যাই।
নিত্যানন্দ অবাক হয়ে চেয়ে আছেন সুধীরের দিকে। সুধীর নিত্যানন্দের মনের অবস্থা বুঝতে পেরে স্মিত হেসে বললো,
- ভয় নেই দাদা, সাবধানতা অবলম্বন করে শৌচালয় পরিষ্কার রাখবো। আর নিজেও পরিচ্ছন্ন থাকবো সাবধান আর সচেতন থেকেই। আমরা জয় করবোই দাদা করোনার বিরুদ্ধে কিন্তু সেটা পালিয়ে গিয়ে নয়, বরং সাবধানতা অবলম্বন করে।
নিত্যানন্দ তখনও অবাক হয়ে চেয়ে আছে তার নির্ভীক, দায়িত্বপরায়ণ সহকর্মীটির দিকে।
_____*_____