STORYMIRROR

Hasi Iqbal

Comedy Others

3  

Hasi Iqbal

Comedy Others

গল্প

গল্প

1 min
135


 "পাশের ফ্ল্যাটের ভাবীর সাথে বুয়ার কথা কাটাকাটি হচ্ছে। বুয়া চিৎকার করে বলছে, আমার সাথে বাড়ি,গাড়ির গরম দেখাইবেন না কইলাম। এত্তো বড় বিল্ডিংয়ের এইটুক একটা ফিলাটের মালিক হয়ি গরম দেখায় আমারে। গিরামে আমি তিনতলা বিল্ডিং বাড়ি করছি যায়ি দেইখি আইসেন। আর গাড়ি? পনরো লাখ ট্যাকা ব্যাংকে রাখা আছে। পুলাই ডাইভিং লাইসেন পাইলেই গাড়ি কিনমু।


আইছে আমার বেতনের ট্যাকা কাটতে! যান আপনেরে পুরা মাসের ট্যাকাই ফেতরা দিলাম। বলে ধম করে ঐ বাসার দরজা বন্ধ করে বুয়া আমার বাসায় আসলো।


ঘটনা হলো এই বুয়া আমার বাসায়ও কাজ করে। আমি ভয়ে ভয়ে বললাম, "কি হয়েছে মীমের মা? রাগ হয়েছে কেন????


সে থালাবাটি ধুতে ধুতে বলে, এই যে আপা এই বাড়ির ভাড়াইট্টা। কতদিন কাজ করি। কুনুদিন তো ঝগড়াঝাঁটি হয় না। ভাড়াইট্টা হইলো নিরীহ। নিরীহদের সাথে আমার বাদাবাদি নাই। আমার সাথে টক্কর দিতে আইলে তখন লাইগা যায়। ট্যাকার গরম দেখায় আমারে!আমারে কি হাবাইতে বুয়া পাইছে যে বেতন কাটার ভয় দেখায়। হাতিরঝিলে বাদাম বেঁচে দিনে আমার দুই হাজারের বেশি বায়ে পড়ে। সকালে কিছু করার নাই তাই দুই এক বাড়ি কাজ করি। শখে করি। তাই বলে আমারে ট্যাকার গরম দেখাবে? এত সাহস!...........


বলাবাহুল্য এই বুয়ার আসলেই মাসে ৫০ হাজারের উপর ইনকাম। এটা আমি জানি। 

তাই চুপ থাকি। সমানে সমান না হলে কি আর টক্কর দেয়া যায়? 



Rate this content
Log in

Similar bengali story from Comedy