কবিতা
কবিতা
আমি বলিনি আমাকে ভালোবাসতে হলে
পাঁচশো লাল গোলাপ এনে দিতে হবে!
দৈনন্দিন ফুচকার দোকানে বিল দিতে হবে।
বলিনি মাঝে মাঝে শপিং এ নিয়ে যেতে হবে।
আমি বলিনি আমাকে ভালোবাসতে হলে দেয়ালে দেয়ালে পোস্টার টাঙিয়ে দিতে হবে,
বলিনি ফেস্টুনে, লাল নীল বাতিতে ঝকঝকে করতে হবে সারা শহর!!
আমি তোমার কাছে একটি সাদামাটা প্রেম চেয়েছি।
কারণ, আমার আছে একটি কাদামাটির মতো মন
যেটাকে তুমি যেমন ইচ্ছে গড়ে নিতে পারবে ।
