Shreyas Surya Dasgupta

Horror Inspirational Others

4.3  

Shreyas Surya Dasgupta

Horror Inspirational Others

দায়িত্ববান

দায়িত্ববান

1 min
744


ঘড়িতে দুপুর ১টা বাজার সাথে সাথে কলিং বেল বেজে উঠলো।


"মাসিমা আপনার ওষুধটা... একবারে ৩ মাসেরটা এনে দিলাম। লকডাউন কবে খুলবে-না-খুলবে ঠিক নেই আর আমিও যদি আর এনে দিতে না পারি।”


“তা ভালো করেছো বাবা কিন্তু আমি তো মাত্র ১ মাসের টাকা দিয়েছিলাম .. আর কত দিতে হবে বলো?”


"আমি এখন আর টাকা নিয়ে কি করবো মাসিমা? আপনি রোজ পুজোআচ্চা করেন .... আপনি বরং আমার নামে একটু পুজো দিয়ে দেবেন। 

 স্বধর্ম মজুমদার - শান্ডিল্য গোত্র।" 


"বেশ বাবা বেশ তাই হবে।তুমি যে আমার কি উপকার করলে! ভগবান তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুক।”


" আমি একজন পুলিশ হিসেবে বর্ষীয়ান নাগরিকের প্রতি যা দায়িত্ব তাই শুধু পালন করেছি মাসিমা। সাবধানে থাকবেন .. একদম বেরোবেন না। আর পুজোটা দিতে ভুলবেন না কিন্তু .... আসছি মাসিমা।” 


পরেরদিন খবরের কাগজের এক কোণায় একটি ছোট্ট খবর অনেকেরই নজর এড়িয়ে গেছিলো....


“গতকাল পাইকপাড়া অঞ্চলে বাজার খোলা-বন্ধ রাখা নিয়ে দুটি ক্লাবের হাতাহাতি থামাতে গিয়ে স্বধর্ম মজুমদার নামে একজন কর্তব্যরত পুলিশকর্মীর মাথায় বেকায়দায় চোট লাগে ও তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে দুপুর ১২টা নাগাদ।”


Rate this content
Log in

More bengali story from Shreyas Surya Dasgupta

Similar bengali story from Horror