চিরন্তন স্বপ্নk
চিরন্তন স্বপ্নk


'কিন্তু বৌমা তুমি এখন নাচের জগৎ নিয়ে ব্যাস্ত হয়ে পড়লে দুধের শিশু টাকে কি করে সমলাবে মা?'
'পারবো মা,তুমি আমার পাশে থাকলে কোনো বাঁধাই বাঁধা নয়,তোমার কোনো আপত্তি নেই তো মা?'
সন্ধ্যাদেবী আপত্তি না করলেও খুব চিন্তায় ছিলেন যে রূপসা পারবে তো?
আজ ক্লাসিক্যাল নাচের জগতে রূপসা ও রূপসা কন্যা সৌমিলী খুব পরিচিত নাম। রূপসার শাশ্বত স্বপ্ন নাচ কে ঘিরেই,মা হবার পাঁচমাস পরেই ধীরেধীরে সৌমিলী কে কোলে নিয়ে নৃত্য-মুদ্রা অভ্যাস করতো সে,সৌমিলীর যত্ন-আত্তি ও করতো যেমনি,নাচের অভ্যাস ও চলতো তার পাশে। সন্ধ্যাদেবী ছিলেন ছায়াসঙ্গী...
না রূপসা থেমে থাকেনি,চিরন্তন স্বপ্ন টাকে বাস্তবায়িত করেছে এবং এখনও করে চলেছে কন্যা সৌমিলীর মধ্য দিয়ে...