চাচি নয়
চাচি নয়
বউয়ের সাথে রুমে শুয়ে আছি। বউ আমার ঘুমিয়ে ঘুমিয়ে বাচ্চাকে দুধ পান করাচ্ছে।আর আমি ফোনে একটু বিজি। কিছুক্ষণ পর আমার একটা জরুরী কল আসে। ফোন রিসিভ করে চলে গেলাম ঘরের বাহিরে।
ফোনে কথা বলার টাইমে,দেখলাম আমার চাচি আমাদের বাসায় আসে। আমার সামনে দিয়ে,উনি চুপচাপ আমার ঘরে ঢুকে গেলেন। রাত ১টা এখন। উনি হুট করে এতো রাতে কেন এলো? আমিও উনাকে ডেকে ডেকে পিছু নিলাম," চাচি,কিছু হইছে?"। চাচি আমার কথার উত্তর না দিয়ে আমার বউয়ের রুমে চলে যায়। আমিও চাচির পিছন পিছন যাবো,কিন্তু আমার আগে চাচি রুম থেকে বেরিয়ে যায়। আমি তাকিয়ে রইলাম চাচির দিকে। উনি এইবার আর আমার সামনে দিয়ে না, পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলো। আমি দৌড়ে গেলাম বউয়ের রুমে,বউ আমার ঘুমাচ্ছে। আবার দৌড়ে এলাম চাচির পিছনে। চাচি আমাদের বাসার পিছন সাইডে চলে যাচ্ছে। আমি উনাকে ডাকতেই যাবো,এমন সময় আমার বউয়ের চিৎকার।
আমি দৌড়ে রুমে আসি,দেখি আমার বাচ্চাটা মারা গেলো। আর বউয়ের চিৎকার শুনে,চাচি উনার ঘর থেকে মাত্র বেরিয়ে এলো।চাচি যদি উনার ঘর থেকে মাত্র বেরিয়ে আসে, তাহলে একটু আগে উনি কে ছিলো?

