ব্যর্থতা!
ব্যর্থতা!
সোমবার। শহরের ব্যস্ততা রেকর্ড ছাড়িয়েছে। উত্তেজনার পারদ জানাচ্ছে ১০৬°। মানুষের এখন সময় নেই। আর সময়ের দাম অনেক। কোথাও দিনে দু'শো টাকা আবার কোথাও ঘন্টায় হাজার টাকা।
এরই মাঝে শহরের ব্যস্ততায় যোগ দিয়েছে রিপন। পরনে সাদা ফুল শার্ট আর একটা কালো প্যান্ট। না, না, চাকরি করে না, চাকরি খুঁজছে। হাতে একটা কালো ফাইল, তাতে সযত্নে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ৮৫% আর গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট রাখা আছে। মাস্টার্স? নাহ্, সেটা সময়ের অভাবে আর হয়ে ওঠেনি। আগেই বলেছি সময়ের দাম অনেক!
প্রায় দিন দশে'ক ঘুরেও কোনো চাকরি পেল না। তবে স্বাস্থ্য ভাল, দেখতে ভালো, হাইটও খারাপ নয়। বয়স তেইশ। অনেকে বলেছে, এখন নাকি মেইনস্ট্রিমে জব না করলেও চলে। তাই ঘর্মাক্ত, এলোমেলো চুলের নিজেকে ব্যর্থ ভাবা ক্ষুধার্ত ছেলেটা সময়কেই প্রাধান্য দিয়ে ঘন্টায় হাজার টাকার চাকরিটাই বেছে নিল।