ব্যবধান
ব্যবধান


"আজ থেকে রাম-রহিমের ব্যবধান কাঁধে কাঁধ মিলিয়ে ঘোচাতে হবে", সুমন্ত্র নাফিসাকে দৃঢ় প্রত্যয়ে বলল।
"সামাজিক বন্ধন যখন দূর অস্ত, তখন ধর্মীয় ভেদাভেদহীন সম্পর্ক স্থাপন করাই ব্রত নিই আগামীতে..."
গড়ে তুলল ব্যতিক্রমী কর্মসূচি, 'ধর্মহীন উপাসনালয়'; যেখানে রঙের বিচারে প্রার্থনা করতে হবে না। আরতি বা আজান দিয়ে নয়, জাতি ও জনগণের মুক্তির লক্ষ্যে ধর্মহীন মানুষ গড়ার ব্রত নিল।
আবারও মৌলবাদীদের তীব্র আপত্তি। কিন্তু এবার যে ইতিমধ্যেই নব আলোকদর্শন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে।
ব্যবধানের প্রাচীর ভেঙ্গে তছনছ!