Sayandipa সায়নদীপা

Inspirational

4.8  

Sayandipa সায়নদীপা

Inspirational

ব্যাকডেটেড মহিলা

ব্যাকডেটেড মহিলা

1 min
1.7K


সুরমা বুঝতে পারেন ছেলে বৌমার সংসারে তিনি ক্রমশ অপাংতেয় হয়ে পড়ছেন। তাঁকে ব্যাকডেটেড মহিলা মনে হয় ওদের। অচিরেই বৃদ্ধাশ্রমের শমনও চলে এল।


কিছুদিন পর একটি নামী সংবাদমাধ্যমের খবরের শিরোনামে সুরমার নাম দেখে চমকে উঠল ছেলে বৌমা। সুরমার উদ্যোগে ওই বৃদ্ধাশ্রমেই পাশের বস্তির ছেলেদের বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। সবাই সুরমার প্রশংসায় পঞ্চমুখ। ছেলে বৌমা ছুটে গেল বৃদ্ধাশ্রমে।বাচ্চাগুলোকে সেদিনের মত পড়ানো শেষ করে সুরমা এসে ছেলেকে বললেন, "তোমার স্ত্রীর জানার কথা নয়,কিন্তু তোমাকে আমিই মাধ্যমিক অবধি পড়িয়েছি। তুমি সে কথা বিস্মৃত হলেও আমি নিজের শিক্ষাকে ভুলিনি। বৃদ্ধা মা যদি ব্যাকডেটেড হয়, তাহলে আমার অমন মর্ডানিটির প্রয়োজন নেই আমার।চলে যাও এখান থেকে। একলা হাতে তোমাকে মানুষ করেছি যখন, নিজের শেষজীবনটাকেও একলাই সামলে নেব।"


#WomanLead


Rate this content
Log in

Similar bengali story from Inspirational