বইমেলায় প্রিয় লেখক
বইমেলায় প্রিয় লেখক
আমায় যদি বলা হয় যে প্রিয় মাস কোনটি। আমি বলবো জানুয়ারি। বইমেলা শুরু, নতুন বই এর গন্ধ, নতুন পুরোনো লেখকদের সমাহার, সাহিত্যিক আড্ডা, আহা ব্যাপারটা একবারে অন্যরকম অনুভূতি। গত বছর বইমেলা কদিন আগে সে কি ধূম জ্বর। বইমেলা যাওয়া হবে না মায়ের কড়া হুকুম। শেষে আমার এক পেটুক দাদাকে পটিয়ে খাবারের লোভ দেখিয়ে পৌছেঁ গেলাম। দাদা তো স্টলে ঘুরে খেতেই ব্যস্ত। আমি তরুন প্রজন্মের কবিদের কিছু বই নিলাম। কিন্তু প্রিয় লেখিকা তো নবনীতা দেব সেন। তারও একটু বই না কি নে কোনদিন বাড়ি ফিরবো না। কিন্ত গত দুবছর একবারে লেখিকার অটোগ্রাফ তো দূরের কথা দেখা পেলাম না। হঠাৎ দেশের সাহিত্য আড্ডার স্টলে তার কিঞ্চিৎ দেখি পেতেই সটান গিয়ে প্রনাম ও অটোগ্রাফে স্বপ্ন পূরণ করতে সক্ষম হলাম।