বিলাসিতা ও পরিশ্রম
বিলাসিতা ও পরিশ্রম
প্রখর রোদে কাজ করার পর ঘাম ঝরা ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে আসার পর যখন যে কোন একটা গায়ে মাখা সাবান (ব্র্যান্ড দেখার সময় নেই,পেটে ছুঁচো তে ডন দিচ্ছে) দিয়ে স্নান সেরে বিকেল তিনটায় ভাতের থালা নিয়ে বসি তখন কি তরকারী হয়েছে? কি চালের ভাত হয়েছে?খাবার কতটা সুস্বাদু? চিন্তা করার সময় থাকে না। খিদে নিবারনটাই আসল কথা।
বাস্তবটা অনুভব করে বুঝতে পারি , বিলাসিতার ব্র্যান্ড খোঁজার সময় তখনই হয় যখন ঘাম ঝরিয়ে রোজগারের পিছনে বেশি সময় ব্যয় করতে হয় না।খাবারের ওপর নাক তোলা তখনই হয় যখন পেট খাবারে মোটামুটি ভর্তি থাকে,মানে এখন না খেলেও চলবে।