বহুমূল্য
বহুমূল্য
-ব্যাগ গোছানো হয়ে গেল?
-হ্যাঁ জয়, তোমার খুব অসুবিধা হবে বলো এইকদিন?
-না গো ছন্দা, ১৫ দিনের তো ব্যাপার, ম্যানেজ করে নেব, তুতুই কে নিয়ে ঘুরে এসো তোমার বাবার বাড়ি থেকে, কিন্তু তোমাদের মিস করবো খুব....
জয় মিস করবো বললেও মনেমনে ভাবলো এই ১৫দিন রাতে জমিয়ে ঘুমোবে, ৬ মাসের তুতুই তো রাতে ঘুমোতেই দেয় না ঠিকভাবে, আবার ছন্দাকেও সাহায্য করতে হয় বটল ফিডিং, ডায়পার চেন্জ এসবে। অফিস ফেরত এখন শুধুই আরাম আর আড্ডা দেওয়ার সময়।
-৩ দিন হয়ে গেলো, কবে ফিরবে গো তুতুই কে নিয়ে?
-আরো ১২ দিন পর।
জয় উদাস মনে ভাবছিল, নিকুচি করেছে আরামের। আমার বহুমূল্য সম্পদ তো ছন্দা আর তুতুই, তুতুই ছাড়া যে ঘুমই আসে না আমার...