ভিক্ষেচ্ছলে
ভিক্ষেচ্ছলে


ভিখারি টা কেন যে এই কামরাটায় উঠলো?বেশ তো ছিল বসে স্টেশনের অব্যবহৃত প্ল্যাটফর্মের সামনে যেখানটা আগাছাগুলো দেদার বেড়ে উপভোগ করছে স্বাধীনতা।কামরায় উঠে এদিক ওদিক ঘুরতে লাগলো যদি কেউ পয়সা দেয়।কামরায় লোক তো বেশি নেই। আছেও যেসব সবজি বিক্রেতা গুটিকয়েক তারা সারা দিনের পরিশ্রমের পর খেয়ে সিটেই ঘুমোতে ব্যস্ত।অবশ্য ট্রেনটা শুরুতেই ছাড়লো না।দাঁড়িয়ে রইলো বেশ কিছুক্ষণ।আর সেই ফাঁকে ভিখারিটা ট্রেনের জানলা দিয়ে দেখলো হোর্ডিংটাকে যেটাকে নিয়ে ওর কৌতুহলের শেষ নেই।হোর্ডিংটা নিক্কো পার্কের ওয়াটার রাইডের।ও ওটা আগেও দেখেছে।কিন্তু ট্রেন থেকে দেখে ওর বিস্ময় অন্য মাত্রা নেয়।এ প্রতিক্রিয়া ঠিক উলটো...মানে যে বিস্ময় মানুষের ওকে দেখে হয়না।তাদের মনে শুধু প্রশ্ন জাগে এতো কানাও নয় খোঁড়াও নয় বামনও নয় পিঠে কুঁজও নেই।থাকার মধ্যে আছে শুধু শীর্ণকায় শরীর আর গাময় নোংরা।এ তো কাজ করতে পারে।ভিক্ষার এর দরকার কি?ভিখারিটা ভিক্ষা না পেয়ে সিটে বসে,জানলার ধারে হোর্ডিংএর দিকে চেয়ে।সকাল থেকে দানাপানি জোটেনি।ট্রেন ছেড়ে দেয়।গ্যালোপিং।এরপর অনেক দুরে থামবে।ভিখারির বয়ে গেছে।ও সিটে ঠায় বসে গায়ে ওয়াটার রাইড থেকে ছিটকে আসা জল মুছতে থাকে।