ভবানীপুরের পুরোনো বাড়ি -
ভবানীপুরের পুরোনো বাড়ি -
বাড়িটা বড্ড ছোট হয়ে গেছে।মেয়েটার তো একটা জায়গা চাই, নাকি!এবার কিন্তু কিছু একটা....তোমার বাবার ভবানীপুরের বাড়িটা!যদি, দাদাকে বলে, রাজি করিয়ে...।বাড়ির তো ভগ্নদশা, তার ওপর ভেঙে, ভেঙে _ছাদের পাঁচিল ভেঙে কারোর মাথায় পড়লো বলে।আর তো ফেলে রাখলে বিপদজনক বাড়ির, তকমা পাবে।। পাড়ার বিশু, খোকন তো বলছে, বিক্রির কথা।সেদিন তো শুনলাম কারা যেন,বাড়ির নীচে দাঁড়িয়ে, বিক্রির কথা বলছিল।পাশের বাড়ির জেঠিমা বলছিল।
আর ও পাড়ায় তো শুনি, পার্টির দাদারা,সব বাড়ি নাকি, নিজেদের করে নিচ্ছে।।কি গো কিছু বলো না?শোনো, একটা ফ্লাট দেখেছি,এই পাড়াতেই, ১২০০ স্কোয়ার ফিট।।একটা বিশাল বারান্দা আছে, অনেক গাছ লাগাতে পারবো।এবাড়িতে, মানি প্লান্ট ছাড়া তো কিছুই নেই।খুব বেশি দাম নয়, ৬০এর মধ্যে।।ভবানীপুর এলাকার দোতলা বাড়ি,ম্যাজিক ব্রিক্সে প্রায় 3 কোটি বলছে।একটু কমে হলেও, ফ্লাট কিনেও,প্রায় ১ কোটি থেকে যাবে।।কিগো কিছু বলছো না যে?জানো, একটা বিউটি পারলার খুলবো।সেই কবে, বিউটিসিয়ান কোর্স করেছি।।যে ফ্ল্যাটটা দেখেছি মুকুন্দুপুরে,তার নিচে একটা দোকানের জায়গা ফাঁকা আছে।২০ বলছে _ একটু কমেও হতে পারে।
বেশ জমজমাট জায়গাটা, আমার একটা জগৎ হবে বলো _কি গো কিছু বলছো না?আর কি হবে, ওই বাড়ি রেখে,একদিন ঝড়ে ভেঙে পড়বে।তখন হাপহিত্তেশ করতে হবে।।আগে ভাগে করে নাও।দাদা কোনোদিন আমেরিকা থেকে আসবে না।আর, ওই ভাঙা বাড়ি সারিয়ে,কি আর হবে।। সব জমানো টাকা শেষ হয়ে যাবে।।একটু দাদার ওখানে ঘুরে আসবো,অনেকটা তো থাকবে, আমেরিকার,ফ্লাইট ভাড়া কতগো?কিগো ? কিছু বলবে?ধুর এই জন্য, কিছু বলিনা।।আমি কি বলি কথা, পাড়ার বিশুর সাথে।সমীর গল্পের বইতে চোখ রেখে _কবে গেছিলে ফ্ল্যাট দেখতে?কার সাথে গেছিলে?
