STORYMIRROR

Madhab Mandal

Abstract Tragedy

4  

Madhab Mandal

Abstract Tragedy

বানানো স্বর্গ

বানানো স্বর্গ

1 min
303

কানমলা


যে গান শোনার জন্যে

তোমার কাছে বেচেছিলাম কান

সে কান মূলে দিলে আচ্ছাসে

সটান বাম থেকে ডান


তবুও রক্তজমা কানে এখনও

শিশিরের আছে প্রয়োজন

কিন্তু এখন বিচ্ছিরি শীতঘুমে

ব্যর্থ হয় প্রতিটা আয়োজন


আকাশ মেঘে ঢেকে এলে

এখনও কি পাখনা ছড়াও?

এখানে ওখানে বাজ পড়লে

বুকের লোমে চাপ বাড়াও?


কোনটা স্বর্গ কোনটা নরক

ধারণাগুলো ফুটিফাটা 

তোমার পৃথিবীতে তুমিই সেরা

আমার অন্ধকারে আমি বোকাপাঁঠা



Rate this content
Log in

Similar bengali story from Abstract