STORYMIRROR

Monir Chowdhury

Abstract Romance Others

3  

Monir Chowdhury

Abstract Romance Others

অপরিচিতা

অপরিচিতা

2 mins
233


অনেক দিন পর মোবাইলের ডাটা অন করার সাথে সাথে মেসেঞ্জারের নোটিফিকেশন বেজে উঠল টং! মেসেঞ্জারে প্রবেশ করার পর দেখি, অপরিচিত একটা মেয়ে তার ফেসবুক আইডি থেকে এসএমএস পাঠিয়েছে। কেমন আছেন ভাইয়া? কি করছেন এখন? অনেক ক'দিন ধরে আপনাকে অনলাইনে দেখতে পাচ্ছি না? কি হয়েছে আপনার? আপনাকে অনলাইনে দেখতে না পেয়ে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আপনাকে খুব ভালবাসি। হঠাৎ অপরিচিত ফেসবুক আইডি থেকে এই ধরনের এসএমএস দেখে মেজাজ বিগড়ে গেল। এমনিতেই পড়ালেখার চাপ সামনে ফাইনাল এক্সাম। অনলাইনে আসার তেমন সুযোগ পায়নি। অনেক দিন পর অনলাইনে আসতে না আসতেই, অপরিচিত ফেসবুক আইডি থেকে এসএমএস পাঠিয়েছে, তাও আবার প্রেম-ভালোবাসা সম্পর্কে। এই সব বাজে চিন্তা চেতনার জন্যই তো অনলাইনে প্রবেশ করতে মন বলে না।

যাই হোক, তারপরও মেয়েটার পরিচয় নেওয়া জন্য সেদিন এসএমএসের রিপ্লাই দিলাম। 

এই যে অপরিচিতা তোমার নাম কি? তোমার বাসা কোথায়? তুমি কোন ক্লাসে লেখাপড়া কর? মেয়েটি কিছুক্ষণ পরে এসএমএসের মাধ্যমে উত্তর দিল আমার নাম রিয়া। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার ফেসবুক আইডিতে যে নামটি দেওয়া আছে এটাই আমার আসল নাম। আপনি কি কিছুই বোঝেন না নাকি? নাম ঠিকানা ফেসবুক আইডিতে থাকার পরও আমার নাম জিজ্ঞাসা করছেন? আমার পরিচয় তো ফেসবুক আইডিতে দেওয়া আছে? অদ্ভুত মানুষ তো আপনি? বোঝার পরেও, না বোঝার ভান করছেন।

ও তাই তো! আমি ভুলেই গেছি ফেসবুক আইডিতে তোমার নাম দেওয়া আছে। আমি আন্তরিক দুঃখিত! তবে সবাই তো সঠিক নাম পরিচয় দিয়ে ফেসবুক আইডি খোলে না, এই জন্যই মনের অজান্তে তোমার নামটা জিজ্ঞাসা করে ফেলেছি। তা ঠিক বলেছেন, সবাই আসল পরিচয় দিয়ে ফেসবুক আইডি খোলে না। কিন্তু আমি আসল নাম পরিচয় দিয়েই ফেসবুক আইডি খুলেছি। ফেসবুক আইডিতে যে নাম দেওয়া আছে এটাই আমার আসল নাম।

আচ্ছা, তা না হয় বুঝলাম। কিন্তু তুমি এই ধরনের বাজে এসএমএস আমার কাছে কেন পাঠিয়েছো? তুমি আমাকে চেন নাকি? আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি। আপনাকে তো ফেসবুকে দেখেছি। ফেসবুকে দেখার পর থেকে মনে মনে আপনাকে ভালোবাসে ফেলেছি। এই জন্যই তো আমার মনের কথা আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়েছি। আমি আপনাকে খুব পছন্দ করি। মন প্রাণ দিয়ে ভালোবাসি।

তুমি এসব কি আজেবাজে কথা বলছ? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলা নেই কওয়া নেই আন্দাজে আমাকে ভালবাসার কথা বলছ।



Rate this content
Log in

Similar bengali story from Abstract