Sushanta Chandra

Abstract Others

2  

Sushanta Chandra

Abstract Others

অপমান

অপমান

1 min
379


লকডাউন চলছে। জগু বাবুর বাজারে একটা ছেলে একটা কাগজের টুকরো দিয়ে গেল সৌরভকে। কালো কালিতে লেখা 'কাকের ঘরে অপমান বসে আছে। ইতি দেবপর্ণা ' কি হতে পারে ?দেবপর্না একসময় অপমানিত হয়েছিল সৌরভের কাছে ।প্রায় বছর দশেক আগে মল থেকে নেওয়া উপহারের প্যাকেটে ফ্রিতে রাখা ছিল মহার্ঘ্য ব্রা এর একটা প্যাকেট। সব শুদ্ধ দেবপর্না কে দিয়ে ছিল ।আজ প্রায় ১০ বছর পরে দেখা দিল দেবপর্ণা। চালাক কাক হিসেবে সৌরভের জামাইবাবু সুজয়ের এর সুখ্যাতি আছে।ওর ঘরে ঢুকলে সেই বিখ্যাত রূপকল্প সবারই চোখ পড়ে ।কলসিতে নুড়ি ঢালছে একটা কাক।কিন্তু অপমানের গল্পটা মাথায় আসছে না । হঠাৎ করেই মনুদার ফোন আসে সৌরভের কাছে ।'রামমোহন সরণি তে একটা প্রোগ্রাম আছে ।এংকারিংটা করে দিবি? আড়াই হাজার দেবে ।'সৌরভ এইবার অপমানটাকে খুঁজে পেয়েছে ।স্বপন দাস ।সেদিন ভবানীপুরের এক পূজামণ্ডপে রাশিয়া ফেরত উৎপলেন্দু ও উত্তরা লোকগীতি ধরেছে ।গানের মাঝে অনেকখানি স্পেস দিচ্ছে উৎপলেন্দু ।আর মাঝে মাঝেই বলে উঠছে,' বিউটিফুল ,ক্যারি অন'।'এরপর সৌরভের পারিশ্রমিক ছিল এক টাকার একটা কয়েন। কিন্তু এই অপমান কেন ?একটা সিদ্ধান্তে এসেছিল সৌরভ ।'এটা বৈষম্য হতে পারে। 'ইঞ্জিনিয়ার জামাইকে ফোন ঘোরায সৌরভ ।অপরপ্রান্ত থেকে জবাব আসে ,'হ্যাঁরে, স্বপন এসে বসে আছে। আমার কাছে হাজার দশেক লোন চাইছে ।কি করব? 'সৌরভ চুপ করে থাকে। সে জানে মানুষের সব অহংকার একদিন তার পায়ে এসে পড়বে ।


Rate this content
Log in

More bengali story from Sushanta Chandra

Similar bengali story from Abstract