অনুভূতিরা কখনও মিথ্যে বলে না ১
অনুভূতিরা কখনও মিথ্যে বলে না ১


তোমার দুষ্টু দুষ্টু চাউনিটা আমার বেশ লাগে৷ আর দুষ্টু মিষ্টি কথাগুলো ওগুলোও বেশ৷ শান্তনু আমিই সেই নারী যাকে প্রথম দর্শনেই নিষিদ্ধতার ঘেরাটোপে রমনীয় সুখের অনুভূতিগুলোকে আস্বাদন করেছিলে৷ তোমার সকল গোপন আদিমতা চূর্ন হয়েছিল সে দিন৷ সৃষ্টির আদি রসের উষ্ণ প্রস্রবনের ধারায় আমরা সিক্ত হয়েছিলাম৷ দীর্ঘক্ষণ সেই আবেশের অনুরণন চলেছিল৷
কাউকে মন থেকে ভালবাসলে বুঝি এমনই হয়৷ তাকে ভীষণ ভাবে ছুঁয়ে ছুঁয়ে থাকতে ইচ্ছে করে৷ ঠিক এখন যেমন ভাবে তোমাকে ছুঁয়ে আছি৷ রাতের অন্ধকারে লেপ্টে থাকো তুমি আমার সাথে৷ চৈতি রাতের পাগল হাওয়ায় দেবদারুর পাতাগুলো তোমার দুষ্টুমিকে স্বাগত জানায়৷ তোমার টুকরো টুকরো দুষ্টুমিগুলো আমার কানে ফিসফিস করে বলে দেয়৷ শান্তনু শুধু আমার৷ অনুভূতিরা কখনও মিথ্যে বলে না৷