অভিজ্ঞতা সঞ্চয়
অভিজ্ঞতা সঞ্চয়
সৃজন জানে জীবনটা সঞ্জয়ের বাক্স। সে ছোটবেলা থেকে অনেক ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করে বড়ো হয়েছে। এখনও সঞ্চয় করে যাচ্ছে। সঞ্চিত অভিজ্ঞতার মধ্যে রয়েছে আনন্দ আবার কষ্টও। জীবনটাই উত্থান ও পতনের মধ্য দিয়ে অগ্রসর হয়। যেমন অর্থসংগ্রহের বাক্সে কখনো অর্থ কম সঞ্চিত হয় আবার কখনও বেশি সঞ্চিত হয়। সৃজন প্রতিদিন এই সুন্দর পৃথিবীকে চেয়ে দেখে আর নতুন নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়। সেদিন সে দেখলো এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। দেখে বুঝতে পারলো দলবদ্ধতার মধ্যে এক অসাধারণ শক্তি আছে। আরেকদিন সৃজন দেখলো একজন একটি কুকুর নিয়ে যাচ্ছেন, কুকুরটিকে যা যা করতে বলেছেন কুকুরটি তাই করছে। কুকুরটির প্রভু ভক্তি দেখে সৃজন ভাবলো আমরাও যদি বড়দেরকে এরকম ভক্তি করি অর্থাৎ বড়োরা যা বলবেন তাই শুনি তাহলে জীবন আরও সুন্দর হয়ে উঠবে। এইভাবে সারাজীবন সৃজন অভিজ্ঞতা সঞ্চয় ও তার ব্যবহারিক প্রয়োগ করে