STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Inspirational

4  

Sayandipa সায়নদীপা

Inspirational

আপোষ

আপোষ

1 min
940

ঊর্মির ডিভোর্সের পর থেকে পাড়ায় কত কানাঘুষো শুরু হয়েছে, "আমাদের সময় মেয়েরা এরকম কথায় কথায় বিয়ে ভাঙত না, এডজাস্ট করার চেষ্টা করত। আজকালকার শিক্ষিত মেয়েদের মধ্যে এডজাস্ট করার ক্ষমতাই নেই।"


মাঝেমাঝে এসব শুনে কষ্ট পায় ঊর্মি, পরমুহূর্তেই শ্বশুরবাড়ির সেই নরক যন্ত্রণার দিনগুলো মনে পড়ে যায় তার। 


পাড়ার এক বিয়েবাড়িতে যেতেই সেদিন ঊর্মিকে সরাসরি আক্রমণ করে বসলেন কয়েকজন মহিলা, "মেয়েদের একটু মানিয়ে নিতে হয় রে, মেয়েদের অত রোয়াব মানায় না। তোরা আজকালকার মেয়েরা..."

ওদের কথা শেষ হওয়ার আগেই ঊর্মি বলে উঠল, "আজকালকার মেয়েরাও মানিয়ে নিতে জানে কাকিমা কিন্তু আপোষ করতে জানে না।শোনেননি অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই সমান দোষী।আমি অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আর এর জন্য আমি গর্বিত।"


#inspiringwoman


Rate this content
Log in

Similar bengali story from Inspirational