STORYMIRROR

Atrayee Sarkar

Inspirational Others

3  

Atrayee Sarkar

Inspirational Others

আমরা সবাই একে অপরের বন্ধু

আমরা সবাই একে অপরের বন্ধু

2 mins
153

২০২০ সালের কথা মনে করলে মনে হয়, মৃত্যুর সময় চলে এসেছিল। ধংস হয়ে যাবে যেন এ পৃথিবী। 

কোথা থেকে এসে গেল এমন এক রোগ,,, যে দিন রাত মানুষ মারা যাচ্ছিল সেই রোগে। রোগটার নাম করোনা। যেন মনে হচ্ছিল ওই বছরটা চলে এসেছে, ম্যালেরিয়ায় যেমন মারা যাচ্ছিল আজ সেই দিনটা ফিরে এসেছে। 

আজও করোনা রোগটা আছে, কিন্তু যেন মনে হয় আগের চেয়ে অনেক কম। 

কিন্তু একবার ও ভেবে দেখেছেন এই রোগটার সম্বন্ধে জানলাম কি করে? নাম টাই বা কোথা থেকে জানলাম? 

মিডিয়ার মাধ্যমে। যে রোগটা খুবই সাংঘাতিক, হলেই মরে যাব, সেখানে গিয়ে খোঁজ নিচ্ছে জার্নালিস্ট, তার সাথে ক্যামেরার লোক তো থাকবেই। আমাদের সকলকে রক্ষা করতে, তারা নিজেদের প্রাণের বিসর্জন দিতেও চলে গেছে । 

নিউজের চ্যানেলের মাধ্যমেই জানতে পারছি সব ঘটনা। নিউজের চ্যানেলের লোকজন সব খবর জোগাড় করে, চারিদিকে কি অবস্থা সেটা শুনিয়ে সতর্ক করে। দেশ এবং দেশবাসীকে রক্ষা করাই তাদের একমাত্র ইচ্ছে। দেশের জন্য তারা নিজেদের জীবন ত্যাগ করতেও প্রস্তুত।


যাদের করোনা হয়েছে তারা চলে গেছে এবং যায় ডাক্তারের কাছে। করোনা রোগে মারা যায় মানুষ,, সে কথা যেনেও ডাক্তার তাদের চিকিত্সা করতে চলে আসে। যে মানুষগুলোর খুবই খারাপ অবস্থা,, ডাক্তার তাদের ও চিকিত্সা করে। দূর হও বলে সরিয়ে দেয়না। 

হাসপাতালে পেশেন্টের খেয়াল রাখার জন্য নার্স লাগেই। তারা করোনা রুগির সাহায্য করব না বলে তো সরে যেতে পারত। কিন্তু তারা এরম অন্যায় করেনি। প্রাণ গেলে যাক,, নিজের কর্তব্যটা পালন করে যাব। এটাই তাদের মনের কথা। 

 বহু ডাক্তার মারা গেছেন করোনা রুগির চিকিত্সা করতে। 

ভাগাত সিং এর ওই কথাটা মনে পরছে " THEY CAN CRUSH MY BODY BUT NOT MY IDEA "


" করোনা রোগটা আমার জীবন নিয়ে নিতে পারে কিন্তু আমার লক্ষ্যটাকে নয়।"


" ভাগাত সিং হাসছিলেন যখন ওনাকে ফাসি দেওয়া হচ্ছিল। "


হৃদয়ে গিয়ে ধাক্কা লাগছে কথাগুলো শুনে,, তাই না? লাগারই মতন। 


ডাক্তাররাও হাসি মুখে ঠিক এইভাবেই চিকিত্সা করে। 


করোনার জন্য vaccine,,, বুঝতেই পারছেন, কথাটা নিউজের মাধ্যমে ছাড়া আর কোন ভাবে জানা সম্ভব নয়। 

 vaccine তৈরি করা কি খুবই সহজ?


রিসার্চারদের সারাক্ষণ ভাবতে হয় কীভাবে নিজেকেও রক্ষা করব এবং সব মানুষকেও। তার জন্য তাদেরকেও সকাল থেকে রাত অব্দি রিসার্চ ওয়ার্ক করতে হয়। 

তবেই তো তৈরি হল vaccine। যেটা নেওয়ার পর আমরা পেলাম মনের মধ্যে জোর। 


এখানে কিন্তু কেউ কখনও ভাবেনা,,, এ হিন্দু, মুসলিম, সিখ না ক্রিসচান। ধর্মের কথা মাথায় ও আসেনা। শুধু ভাবে সব মানুষ ই সমান। দেশের সব মানুষকে রক্ষা করাই আমাদের কর্তব্য। আজও বহু মানুষের মনের মধ্যে এ কথা ভাসে। 


"ঐক্যই বল "।


আমরা প্রমাণ করে দিয়েছি,, যে আজও আমাদের মধ্যে একতা আছে এবং থাকবেও।




Rate this content
Log in

Similar bengali story from Inspirational