Mitali Chakraborty

Inspirational

1  

Mitali Chakraborty

Inspirational

আমার_নাম:-

আমার_নাম:-

1 min
538


অনেক ছোটবয়সে বিয়ে হয়ে এসেছি এই নন্দী পরিবারে।'বড় বৌমা','সুমনের মা','তিতলির ঠাম্মা' এইসব ডাক শুনতে শুনতে ভুলেই গেছিলাম যে বাপ মা প্রদত্ত একটা পোশাকি নামও ছিল আমার।কিন্তু আজ এত বছর পর নিজের নাম টা শুনে বিহ্বল হয়ে পড়েছি!আমার নাতনী তিতলি নিয়েগেছিলো আমায় আলপনা প্রতিযোগিতায়।কত বারণ করলুম কিন্তু সে শুনলো না,বসিয়ে দিল আমাকে প্রতিযোগিতায় বাকি দের সাথে!দুরুদুরু বুকে,কাঁপা হাতে কোনক্রমে আলপনা এঁকেছি,কিন্তু পুরস্কার প্রদানের সময়ে যখন এই বুড়িটার নাম নেওয়া হলো তখন আর আবেগ ধরে রাখতে পারলাম না!তিতলি জড়িয়ে ধরলো আর মঞ্চে ধ্বনিত হচ্ছে শ্রীমতী কুসুমকুমারী দেবী পুরস্কার নিতে আসুন।কুসুমকুমারী, হ্যাঁ এটাই তো আমার নাম ছিল আর আজও আছে...


Rate this content
Log in

More bengali story from Mitali Chakraborty

Similar bengali story from Inspirational