STORYMIRROR

Sukanya Mondal

Abstract Action

4  

Sukanya Mondal

Abstract Action

আদিবাসী

আদিবাসী

1 min
244

বাংলায় একটা কথা আছে এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান,

তাহলে আজও কেনো পায় না আদিবাসী উপজাতির লোকেরা তাদের প্রাপ্য সম্মান? 


ছিলাম তো কখনও আমরাও আদিবাসী,

কিন্ত আজকের এই কলি যুগে সভ্য সমাজে থেকেও আমারা আমাদের সংস্কৃতিকে নিজেরাই ভুলতে বসেছি ।। ।।


সেই আদিবাসীরা সভ্য সমাজে বসবাস না করলেও মনুষ্যত্ব এখনও তাদের মধ্যে বেচে তো আছে;

আর তারাই তো ধরিত্রীর বুকে প্রকৃতির সবথেকে কাছে থেকে মনুষ্যত্ব না হারিয়ে একদম আনন্দে নিজেদের মতো করে বাঁচছে,

কারণ তারাই প্রকৃতিকে সত্যিই নিজের সন্তানের মতো করে আগলে রেখেছে।।।। 


সভ্য সমাজের মানুষেরা সভ্য সমাজে থেকেও সভ্যতা ভুলে গেছে;

এতটাই স্বার্থপর হয়ে উঠেছে যে নিজেদের সিদ্ধির জন্য আজ পাকৃতিক সমস্ত সৃষ্টির বিনাশকারী হয়ে উঠেছে,

আর সেখানে এই আদিবাসীরাই তো নানা রকম অনুষ্ঠানে, আয়োজনে পাকৃতিক সৌন্দর্যকে প্রাকৃতিক সেই সমস্ত সৃষ্টিকে বাঁচাতে ও নতুন উদ্যোগের সহিত নতুন করে সৃষ্টির কারণ তারাই বের করছে;

প্রকৃতিকে আঘাত না করে তারাই তে নিজেদের সন্তানের মতো ধরিত্রীর বুগের সমস্ত প্রাণীকে আগলে রাখছে ও রেখেছে নিজের সন্তানের মতো ভালোবেসেছে। । ।। 



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

More bengali story from Sukanya Mondal

Similar bengali story from Abstract